আবুল খায়েল, রুমা প্রতিনিধি: অশান্ত বান্দরবানে পাহাড়ি বাঙালিদের মধ্যে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে অস্ত্রধারী কেএনএফ বিরোধী অভিযান চলছে।
গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থেকে চলমান অভিযানের অংশ হিসাবে বান্দরবানের রুমা উপজেলার কূতাঝিরি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গেছে অদ্য শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে চিরুনি অভিযান চলাকালে আরো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
এর আগে গত ২৪ নভেম্বর রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। কেএনএফ- এর একটি সশস্ত্র ঘাঁটি ধ্বংস করেছিল সেনাবাহিনী। বর্তমানে অভিযান এখানো চলমান রয়েছে।
সফল অভিযান নিয়ে স্থানীয় জনগণের প্রতিক্রিয়া:
সাম্প্রতিক মাসগুলোতে কেএনএফ তাদের সশস্ত্র কার্যক্রম বাড়িয়ে তোলে, যা স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কূতাঝিরি এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, “এই অভিযান আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই পাহাড়ি এলাকাগুলোতে শান্তি ফিরে আসুক।”
অভিযান পরিচালনার কারণ:
কেএনএফ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলমান রয়েছে। কেএনএফ-এর বিরুদ্ধে এই অভিযান পাহাড়ি এলাকায় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।