রুমা, প্রতিনিধি: পার্বত্য শান্তি চুক্তির স্বাক্ষরের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বান্দরবানে রুমা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রুমায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পলি সঞ্চয় ব্যাংক ব্যবস্হাপক দেবব্রত বড়ুয়া সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌদ্দুরী সভাপতিত্বে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য শান্তি চুক্তির স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
আজ (২ ডিসেম্বর) সকালে রুমা জোন উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ আয়োজনটি অনুস্থিত হয়।
এতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পলিশ সুপার মোঃ রায়হান, ৩৬ বীর লেঃ শাহরিয়া, রুমা থানা ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি মোঃ শাহরয়াদি, ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, রুমা সরকারি সাংগু কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা, ১ নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা, রুমা অগ্রবংশ অনাথ আশ্রমে নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ, ও রুমা উপজেলা সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং হেডম্যান কারবারিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, চুক্তির স্বাক্ষরের উপলক্ষে রুমা সদর ইউনিয়ন পরিষদের সেনাবাহিনীর ২৮ বীর আয়োজনে মোঃ তানভীর উপস্থিতে গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা করা হয়।
এ উপলক্ষে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশাকে কম্পিউটার প্রশিক্ষণের জন্য রুমা জোন কর্তৃক জোন উপস্থিতে চারটি কম্পিউটার প্রদান করা হয়েছে।