খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম মধ্য বানছড়া এলাকার স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের মধ্য বানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত চিকিৎসা সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন ০৪ই বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় সারাদিনব্যাপী চিকিৎসা সহায়তা ক্যাম্পে প্রায় তিন শতাধিক স্থানীয় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়৷এর মধ্যে প্রসুতি নারী, শিশু, বয়স্ক জনিত রোগী সহ নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
বিনামূল্যে ঔষুধ পেয়ে মধ্য বানছড়া গ্রামের বাসিন্দা দয়াদম চাকমা (৭৫) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কোমর ও বুকে ব্যাথায় কষ্ট পাচ্ছি। টাকার অভাবে ঔষুধ কিনতে খেতে পাড়ছি না। সেনাবাহিনীর ডাক্তার দেখিয়ে ঔষুধ নিয়েছি। আমার অনেক উপকার হয়েছে।’ এসময় একই সুরে কথা বলেন একই এলাকার বাসিন্দা যুবরানী চাকমা (৭৬) ও শিউলী চাকমা (৩০)।
মধ্য বানছড়া এলাকার কার্বারী (গ্রাম প্রধান) সমরেন্দু চাকমা বলেন, ‘গ্রামের বেশিভাগ মানুষ অসহায় ও দরিদ্র। তারা পরিশ্রম অনুযায়ী সুষম খাবার পায় না। যে কারণে বেশি ভাগ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। অভাবের কারণে নিয়োমিত চিকিৎসাও নিতে পারে না। তাছাড়া এ এলাকায় চিকিৎসা সেবা পাওয়াটা কষ্টসাধ্য, আমরা গ্রামের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কথা জানিয়েছি।’
দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক বলেন, ‘মধ্য বানছড়া অত্যন্ত দুর্গম একটি গ্রাম, এই এলাকার আশপাশে কোন কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসা সেবা কেন্দ্র নেই। তাই এখানের স্থানীয় জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন চাহিদার ভিত্তিতে সাধ্যের মধ্যে থেকে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করেছে। এতে করে অসুস্থ মানুষজনের কিছুটা কষ্ঠ কমবে।’ তিনি বলেন, সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও স্থানীয়দের সুখে-দুঃখে পাশে থাকবে।
এ সময় দীঘিনালা সেনা জোনের আওতাধীন আলমগীর টিলা ও বানছড়া সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, দীঘিনালা সেনানিবাসের চিকিৎসক আরএমও রাকিবুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।