সাজেকে আঞ্চলিক দু’টি দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ চলছে।

0

বাঘাইছড়ি, প্রতিনিধি:

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন খ্যাত সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) এর মধ্যকার ভয়াবহ বন্দুক যুদ্ধ চলছে।

স্থানীয় সূত্রের বরাত জানা গেছে, অদ্য মঙ্গলবার (৩ ডিসেম্বর) ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর ১২ ঘটিকার কিছু পর থেকে সাজেক শিব পাড়ায় আঞ্চলিক দু’টি দলের মধ্যে চাঁদাবাজির টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ বন্দুক যুদ্ধ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো থেমে থেমেই গোলাগুলি চলছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ যে, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধিতা করে জেএসএস একাংশ ইউপিডিএফ গঠন করে স্বায়ত্তশাসন দাবি করে। এরপর থেকে চুক্তির পক্ষ জেএসএস সন্তু ও বিপক্ষ ইউপিডিএফ প্রসতি দল দু’টি প্রতিনিয়ত সংঘর্ষে জড়াচ্ছে। এতে প্রাণ যাচ্ছে সাধারণ পাহাড়ি ও বাঙালিদের।

আগের পোস্টকণ্ঠস্বর বসে কথা ফ্যাসফেসে হয়ে গেছে, এখন আমি কী করব।
পরের পোস্টআবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন