সাজেক থেকে সেনা সহায়তায় ফিরলেন আটকে পড়া ৫ শতাধিক পর্যটক।

0

নিরাপত্তা জনিত কারণে সাজেকে আটকে পড়া প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় এসব পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি সাজেকে দুইটি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি কারণে নিরাপত্তা গতকাল সাজেক থেকে কোন পর্যটক ফিরতে পারেনি।

এর আগে মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা প্রশাসনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে এমন সিন্ধান্ত নেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘গতকাল যারা ফিরতে পারেনি তারা আজকে ফিরতে শুরু করেছে । বুধবার পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বাড়ানো হবে কিনা তা এখনো সিন্ধান্ত হয়নি। রাতের মধ্যে সিন্ধান্ত জানানো হবে।’

এর আগে গত দেড় মাস বন্ধ থাকার পর ৫ নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।

আগের পোস্টআবারও সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন।
পরের পোস্টবিলাইছড়ি সেনা জোন কর্তৃক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন