সেনাবাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত বম সেনাসদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদান।

0

আজ (শনিবার) ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বেলা ২:৩০ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান ৬৯ বিগ্রেডের অধীনস্থ রুমা জোনে দায়িত্বরত ২৮ বীর কর্তৃক রুমা বাজার সংলগ্ন লালঙাক পাড়া এলাকায় বম সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বম-কে সেনাবাহিনী কর্তৃক মরণোত্তর সম্মাননা প্রদান পূর্বক সমাহিত করা হয়।

লালচেউ থাং বম রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের আরথা পাড়ার বাসিন্দা মৃত: লাল দাও বম-এর পুত্র।

লালচেউ থাং বম বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। পরবর্তীতে অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বম-এর মরদেহ বিকাল ৩:৩৫ ঘটিকায় বাজার সংলগ্ন জাইঅনপাড়াস্থ বম হোস্টেলের পাশে সমাহিত করা হয়।

এসময় স্থানীয় মান্যগণ্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। লালচেউ থাং বম-এর পরিবারকে সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আগের পোস্টখ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে সেনাবাহিনী।
পরের পোস্টপার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন