নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
আজ, (রবিবার) ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১১টায় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাব জোনের জারুলছড়ি পাড়ায় এ উৎসব উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী (চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষঙ্গিক মসলা) বিতরণ করেন সেনা সাব জোনের থিনদোলতে ত্লাং টিওবি’র ক্যাম্প কমান্ডার।
বড়দিনের অনুদান পেয়ে জারুলছড়ি এলাকার কমিউনিটি ব্যাপ্টিস্ট চার্চের ধর্মগুরু মেনপং ম্রো ও কারবারি সিনচাং ম্রো বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগিতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।
বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর।