খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা।

0

নিজস্ব প্রতিবেদক: 

আজ, (রবিবার) ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রুমা সেনা জোন (৩৮ ই বেঙ্গল)-এর তত্ত্বাবধানে পরিচালিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষ্যে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে রুমা সেনা জোনের আওতায় ক্যাপলংপাড়া এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে ৩৮ ই বেঙ্গল কর্তৃক বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সেনাবাহিনী থেকে চিকিৎসা সেবা পেয়ে এক বয়োবৃদ্ধা উপজাতি সেনাবাহিনীর প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

ক্যাপ্টেন ওমর ফারুক (আরএমও, ৩৮ ই বেঙ্গল)-এর নেতৃত্বে মেডিক্যাল দলটি দেবতা পাহাড় টিওবি এর দায়িত্বপূর্ণ ক্যাপলংপাড়া এলাকায় দুস্থ ও অসহায় উপজাতিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় দিনব্যাপী মেডিক্যাল দল কর্তৃক বিভিন্ন বয়সের সর্বমোট ১০৯ জন (৫০ জন মহিলা, ৩৯ জন শিশু এবং ২০ জন পুরুষ) স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই প্রত্যন্ত অঞ্চলের উপজাতিদের চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পারদর্শী আটত্রিশ এর পক্ষ থেকে ক্যাপলংপাড়া এলাকার লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মকাণ্ড প্রত্যন্ত অঞ্চলের সুস্বাস্থ্য এবং মনের প্রফুল্লতা বৃদ্ধিতে উত্তরোত্তর অবদান রাখবে বলে প্রতীয়মান। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদার পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনি ভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসেবে সুদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

আগের পোস্টপার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।
পরের পোস্টবড়দিন উপলক্ষ্যে দূর্গম এলাকায় সেনাবাহিনীর উপহারসামগ্রী বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন