নিজস্ব প্রতিনিধি:
আজ, সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেঙ্গল) এর তত্ত্বাবধানে পরিচালিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে খামতাংপাড়া টিওবি কর্তৃক খামতাংপাড়া ফুটবল মাঠে সম্প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় খামতাংপাড়া টাইগার্স একাদশ বনাম খামতাংপাড়া লায়ন্স একাদশ অংশগ্রহণ করে। খেলাটি উভয় দলের খেলোয়াড় ও দর্শকদের মাঝে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে। এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় বিভিন্ন বয়সের দর্শকে পরিপূর্ণতা লাভ করে। খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খামতাংপাড়া টাইগার্স একাদশ ৬-৪ গোলে খামতাংপাড়া লায়ন্স বিজয় অর্জন করে। উক্ত খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় খেলোয়াড়, দর্শক ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে ৩৮ ই বেঙ্গল এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিএসসি, বিজয়ী দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এছাড়াও উপ-অধিনায়ক বলেন, আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিরাপত্তা বাহিনীকে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যথাসম্ভব সাহায্য ও সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নই এই অঞ্চলের সকল স্তরের জনগণের মূলমন্ত্র।
এ অঞ্চলে সকল জাতিগোষ্ঠী শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে বলে আমি আশাবাদী। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল স্তরের জনসাধারণ সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ হতে ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে।