রুমার দূর্গম ২৫টি এলাকায় বড়দিনের কেক প্রদান করেছে সেনাবাহিনী।

0

নিজস্ব প্রতিনিধি:

খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন পাড়ায় শুভেচ্ছা কেক এবং শিশুদের জন্য উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) খ্রিষ্টান ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসেবে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে রুমা জোনের অধিনস্থ ১ বীর (দি গ্যালান্ট ওয়ান) এর আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প এবং বগালেক আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ ২৫ টি দুর্গম এলাকার পাড়ায় শুভেচ্ছা স্বরুপ কেক ও শিশুদের বড়দিনের উপহার হিসেবে খেলনা সামগ্রী ও শীতের কাপড় বিতরণ করা হয়। এসময় ১ বীর এ কর্মরত ক্যাপ্টেন আশিকিন ও ক্যাপ্টেন জাহিদ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী গ্রহণ করে নুপিয়ান বম জানান, বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর এসব সহযোগিতা পরিবার-পরিজন নিয়ে বড়দিন উদযাপনে বড় ভূমিকা রাখবে এবং সেনাবাহিনী ও পাহাড়ের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এদিকে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পাড়ায় বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধ পরিকর বলে সেনাবাহিনীর প্রতিনিধিরা সবাইকে আশ্বস্ত করেন।

আগের পোস্টকর্ণফুলী নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ।
পরের পোস্টখ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদ্‌যাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর উপহারসামগ্রী বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন