পার্বত্য চট্টগ্রাম অ্যাটম বোমায় পরিণত হচ্ছে: আমির খসরু।

0

পার্বত্য চট্টগ্রাম পরমাণু বোমায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে শনিবার বিকেলে এ মন্তব্য করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘হিলট্র্যাক (পার্বত্যাঞ্চল) বাংলাদেশের জন্য অ্যাটমবোম্বে পরিণত হচ্ছে। বাংলাদেশের একদিকের বর্ডার আরাকান আর্মির দখলে চলে গেছে। এটা বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত।’

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়া হবে। গুরুত্ব না দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে তাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।’

আগের পোস্টবান্দরবানের রুমায় সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র ও মানবিক সহায়তা প্রদান।
পরের পোস্টমাথা গোঁজার ঠাই পেল বান্দরবানের শহিদ ওমর ফারুক ত্রিপুরার পরিবার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন