হাতিয়াতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

0

মো. সোহেল, প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হলো জাতীয়তাবাদী দলের সহযোগী ছাত্র সংগঠন। এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছাত্রদল ১৯ দফার একটি কর্মসূচি গ্রহণ করেছে, যা মূল দল বিএনপির কাঠামো এবং পন্থার ভিত্তিতে নির্মিত। ছাত্রদল ১৯৯০ সালের গণতান্ত্রিক গণঅভ্যুত্থানে সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে অগ্রণী সংগঠন ছিল।

তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক জীবনের প্রথম সূচনা আবেগ ও ভালোবাসার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হউক সার্থক হউক এবং ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ স্লোগানে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১০ নং জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে হাতিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করে হাতিয়া ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার পর হাতিয়া ছাত্রদলের বিপ্লবী ও অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম এর নেতৃত্বে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ গ্রহণ করে কয়েক শতাধিক নেতাকর্মী। পরে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

আহ্বায়ক আবদুল হালিম বলেন, হাতিয়া ছাত্রদল কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়ে আসছে। ভবিষ্যৎ দল তথা দেশের প্রয়োজনে নিয়োজিত থাকবে। বর্ণাঢ্য শোভাযাত্রা সফল করায় সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

ছবি: হাতিয়াতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হাসান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাকছুদের রহমান ও সাখাওয়াত হোসেন হিরোসহ হাতিয়া ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জানা গেছে, হাতিয়া উপজেলা ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার আলোচনা সভা, খেলাধুলা বিনোদন ও বিভিন্ন কর্মসূচি থাকবে।

 

আগের পোস্টবাঘাইহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করল সেনাবাহিনী।
পরের পোস্টইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে ইউপিডিএফ সশস্ত্র সদস্য নিহত।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন