খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির চেলাছড়া পাড়ায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসা সেবার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক। জানা গেছে, প্রায় ৩ শতাধিক মহিলা ও পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উদ্বোধনকালে খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক বলেন, চেলাছড়া পাড়া এলাকাটি দুর্গম এবং রাস্তাঘাটের অবস্থা খারাপ। এখানকার রোগীদের সদরে গিয়ে চিকিৎসা সেবা নিতে কষ্ট হয়। এজন্য আমরা এই এলাকাটিকে টার্গেট করেছি যেন রোগীরা খুব সহজে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ভালো চিকিৎসা সেবা পায়।
তিনি আরও বলেন, পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসাসেবা প্রদানে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চিকিৎসা সেবা ক্যাম্পেইনে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই), খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডা. মো. আসিফ রুবাইয়াত, গাইনি বিশেষজ্ঞ মেজর ডা. তুর্ফা তুনাজ্জিনাসহ চেলাছড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।