অনন্ত অসীম: দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ইউপিডিএফ দেশের বাম রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে লিয়াজোঁ করে চট্টগ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে কল্পনা চাকমা নামে ছাত্রীনিবাসের নামকরণ করে।
জানা গেছে, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার নামে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) ছাত্রীনিবাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৭ জানুয়ারি সকালে নগরের চট্টেশ্বরী সড়কের বিশ্ববিদ্যালয়ের মাহসা আমিনি ক্যাম্পাসে কল্পনা চাকমা হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির আচার্য চেরি ব্লেয়ার।
এই নামকরণের মধ্য দিয়ে ইউপিডিএফ কল্পনা চাকমার কথিত অপহরণ ইস্যুতে সেনাবাহিনীকে বিতর্ক করাসহ রাজনৈতিক স্বার্থ হাসিলের প্রচেষ্টা করবে।
উল্লেখ যে, ১৯৯৬ সালের ১১ জনু রাত্রে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা থেকে হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ির তৎকালীন সম্পাদিকা কল্পনা চাকমা অপহরণের ঘটনা ঘটে। বিভিন্ন পত্রপত্রিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করা হয় কল্পনা চাকমা স্বজাতি অরুণ বিকাশ চাকমা (তৎকালীন পিসিপি সদস্য) সাথেই ভারতের অরুনাচল সাংসারিক জীবনে আছেন। অখ্যাত কল্পনা চাকমাকে নিয়ে ইউপিডিএফ প্রসিত নানা ইস্যু সৃষ্টি করে অপহরণের সঙ্গে সেনাবাহিনীর তৎকালীন লে. ফেরদৌস জড়িত বলে ইউপিডিএফ বিভিন্ন আন্দোলন করে আসছে। এর আগে এই নিয়ে ইউপিডিএফ কল্পনা চাকমার ভাইকে দিয়ে রাঙামাটি আদালতে ১৯৯৬ সালে লে. ফেরদৌস, ভিডিপি সদস্যসহ কয়েকজনের নামে মামলা করে। মামলাটি আদালত ২০২৪ সালে খালাস করে দেয়। এরপরও ইউপিডিএফ থেমে নেই।
মূলত সেনাবাহিনীকে বিতর্ক করতে অখ্যাত কল্পনা চাকমা ইস্যুটি জিইয়ে রেখেছে।