নিউজ ডেস্ক: রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায় ও বয়স্ক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাজেক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দরিদ্র ও দুস্থ পাহাড়ি এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন। উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আবু নাঈম খন্দকার।
এসময় বাঘাইহাট জোনের আওতাধীন গঙ্গারাম বাজার এবং বাঘাইহাট বাজার এলাকায় প্রায় দুইশ’ স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মো. খায়রুল আমিন বলেন, পাহাড়ি এলাকায় শীতে অনেকে কষ্ট পাচ্ছে। তাই আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছি। সাধারণ মানুষের পাশে থাকতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩৬নং সাজেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা।