রাঙামাটি শুভলং ইউনিয়নের রূপবান গ্রামে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে এ হামলার ঘটনা ঘটে।
মাধরের শিকার হওয়া ব্যক্তি জেলার বরকল উপজেলার রূপবান এলাকার পাথর চান চাকমার পুত্র আনন্দ লাল চাকমা (৩০)।
স্থানীয়রা জানান, গতকাল সকাল ৮টার সময় দীপ্ত চকামার নেতৃত্বে সন্তু গ্রুপর ১১/১২ জনের একদল সশস্ত্র সদস্য রূপবান গ্রামে এসে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সোর্স সন্দেহে নিজ বাড়িতে আনন্দ লাল চাকমাকে মারধর করে।
স্থানীয়রা আরো জানান, এখানে ইউপিডিএফ ও জেএসএসসহ আরো কয়েকটি সংগঠনের কার্যক্রম রয়েছে। এদের চাঁদাবাজিতে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। মারধরের শিকার আনন্দ চাকমা ইউপিডিএফ এর সোর্স হিসেবে কাজ করে এমনটা জেএসএস সন্তু গ্রুপ সন্দেহ করে আসছে। এই থেকে হামলার ঘটনা ঘটে থাকতে পারে।