মানিকছড়িতে দুর্বৃত্তের ছোঁড়া রাবার বুলেটে কিশোর আহত।

0

খাগড়াছড়ি পাবত্য জেলার মানিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া রাবার বুলেটে মো. রাশেদুল ইসলাম (১৫) নামের এক কিশোর আহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মানিকছড়ি বাজার মসজিদ এলাকার গোদারপাড়ে এ ঘটনা ঘটে। সে মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহিমের (হুজুর) ছেলে। সে স্থানীয় চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

ছবি: আহত রাশেদুল ইসলাম

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার মসজিদ সংলগ্ন রাজার গোদারপাড়ে বড় ভাই তানভীর ও রাশেদুল ইসলাম বসে মোবাইলে ব্যস্ত ছিল। বসে থাকা অবস্থায় হঠাৎ দুর্বৃত্তের ছোড়া রাবার বুলেটটি তার বড় ভাই তানভীরের গা ঘেঁষে তার পায়ে লাগে। ঘটনার সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, বসে থাকা অবস্থা কে বা কারা তাদের লক্ষ করে রাবার বুলেট ছুঁড়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। তবে অনুসন্ধানের চেষ্টা চলছে।

আগের পোস্টমানিকছড়ি থেকে এমএলপি সশস্ত্র সদস্য আটক।
পরের পোস্টশিকার ধরতে নদীতে উল্টে পা তুলে ডুবে যাওয়ার নাটক কুমিরের!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন