নিউজ ডেস্ক: বান্দরবানে বাবা-ছেলেসহ সাত তামাকচাষিকে অপহরণ করে নিয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে একটি তামাকচাষের খামার বাড়িতে হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার সরই ইউনিয়নের বমুখাল এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকার মো. আমিনের তামাকচাষের খামারবাড়িতে হানা দেয়। তারা মোহাম্মদ আমিন (৪০) ও তার ছেলে মোহাম্মদ সাকিবসহ (১৫) তামাকচাষে নিয়োজিত আরও পাঁচ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন গজালিয়া সেনাক্যাম্পে খবর দেন। সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল সেখানে অভিযান চালাচ্ছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানিয়েছেন, ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। সেখানে এখন অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা বলেছেন, সন্ত্রাসীরা জেএসএস সন্তু গ্রুপের সদস্য। তারা চাঁদার জন্য অপহরণ করেছে।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে সেখানে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।