আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

0

অদ্য শনিবার ১৮ জানুয়ারি দুপুরে সড়ক দুর্ঘটনা ঘটে। আলীকদমের তারাবুনিয়া এলাকায় বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত। আজ দুপুরে আলীকদম-ফাঁসিয়াখালী সডকের তারাবুনিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো: বেলাল (৩০) পিতা; মাশুক আহমদ সাং- নাছির চেয়ারম্যান পাড়া, ২ নং ওয়ার্ড, মিনহাজ (১৮), পিতা: মিন্টু

সাং- বাজার পাড়া, ২নং ওয়ার্ড এবং মো: সৈয়দ আমিন (৪৫) পিতা: অজ্ঞাত, সাং- মনু মিস্ত্রির কলোনী, নাছির চেয়ারম্যান পাড়া, ১নং আলীকদম ইউপি, আলীকদম, বান্দরবান।

আগের পোস্ট‘আদিবাসী’ শব্দটি নিয়ে বাংলাদেশে বারবার এত বিতর্ক কেন?
পরের পোস্টবাংলাদেশে পাচারের জন্য মিজোরামে প্রস্তুত অস্ত্রের চালান আটক: ইউপিডিএফ এর সম্পৃক্ততা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন