সেনাবাহিনীর সহায়তায় ১০ বম পরিবার ১০ মাস পর বাড়িতে ফিরল।

0

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য বান্দরবানের রুমা ও থানচি উপজেলা সীমান্তের রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বম পাড়ায় সেনাবাহিনীর সহায়তায় ১০টি বম পরিবার ২৬ জন সদস্য দীর্ঘ ১০ মাস পর তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে। এই সময়ের মধ্যে তারা বনজঙ্গলে কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বাকলাই বম পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সুস্বাদু খাবার সরবরাহ করেন।

২০২৪ সালের এপ্রিল মাসে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা বান্দরবান অঞ্চলের সোনালী ও কৃষি ব্যাংকগুলোতে ডাকাতি চালায়। পরবর্তীতে সেনাবাহিনীর অভিযান শুরু হলে কুকি চিনদের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠলে ৩৮টি পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন এলাকায় পালিয়ে যায়। তবে, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ১০টি পরিবার সেনাবাহিনীর সহায়তায় নিজেদের বাড়ি ফিরে আসে।

বাকলাই বম পাড়ার বাসিন্দা জোয়ার মনি বম (৬২) এবং জিলি বম (৩৭) তাদের পালিয়ে থাকার কষ্টের কথা জানান এবং বাড়ি ফিরে আসায় আনন্দ প্রকাশ করেন। লালমিনসাং বমও সেনাবাহিনীর সহায়তায় ফিরে আসায় তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া, ২০২৩ সালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ২০২৩ সালে কেএনএফের সাথে প্রথম বৈঠক হয় এবং ২০২৪ সালের এপ্রিল মাসে থানা ও ব্যাংক ডাকাতির ঘটনার পর সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকে, যার ফলস্বরূপ ২৬ জন সদস্য তাদের বাড়ি ফিরে আসে।

সেনাবাহিনীর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মঈন জানান, পাড়ার দুর্গম অবস্থান এবং গোয়েন্দা নজরদারি বজায় রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

আগের পোস্টসন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশের ভাবমূর্তিতে এর প্রভাব: ভারতের ফের অস্ত্র উদ্ধার।
পরের পোস্টপার্বত্য চট্টগ্রামে চাঁদার দাবিতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, লাখো মানুষ বিপদে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন