লংগদু প্রতিনিধি: রাঙ্গাটির লংগদুতে রাস্তার কাজে চাঁদার টাকা না পেয়ে মোবাইল ফোনসহ সাথে থাকা গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে গেছে সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা।
৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টার সময় উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৬নং চৌমুহনী থেকে যুবলক্ষী পাড়ার-মুর্শিদাবাদ চলমান রাস্তার কাজ করার সময় অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে জেএসএস।
এ বিষয়ে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীরা প্রায় সময় অস্ত্র নিয়ে এভাবে বাঙালিদের উপর অত্যাচার করে আসছে। নানা সময়ে মহড়া দিয়ে তারা এলাকায় আসে। প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এ নিয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী।
গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
ঠিকাদার বলেন, জেএসএস আমাদের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। আমরা টাকা না দেওয়ায় সন্ত্রাসীদের একটি দল অস্ত্রসহ এসে আমাদের ৬ জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা-পয়সা ছিনতাই করেছে।