নিউজ ডেস্ক:
অদ্য ৩ ফেব্রুয়ারি, রোজ সোমবার, সন্ধ্যায় রাঙামাটি শহরের ৭ নং ওয়ার্ডের কাঠালতলী সর্বজনীন শ্রী শ্রী দুর্গামাতৃমন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজা ও মহানামযজ্ঞ উপলক্ষে এক মনোজ্ঞ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি জোন, ১১ ই বেঙ্গল। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লে. কর্নেল মোহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি, রাঙ্গামাটি জোন।
বিশেষ অতিথি ছিলেন: অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাঙামাটি জেলা,
সাইফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাঙামাটি জেলা,
আবু সাদাৎ মোঃ সায়েম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, রাঙামাটি জেলা,
বাবু অজিত দাশ, সভাপতি, সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির, কাঠালতলী, রাঙামাটি ও
স্বপন কান্তি মহাজন, বিশিষ্ট সমাজসেবক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব দয়াল দাশ, সম্মানিত সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব হাবীব আজম, সম্মানিত সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীযুক্ত শংকর চক্রবর্তী, সভাপতি, শ্রী শ্রী সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদ ২০২৫।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাবু পুলক শীল, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদ ২০২৫।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মহানামযজ্ঞ, এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সরস্বতী পূজার শুভক্ষণ উদযাপন করা হয়। এটি রাঙামাটির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।