বান্দরবানে রাবারবাগানের ২৬ শ্রমিক অপহরণ, উদ্ধারে নেমেছে সেনাবাহিনী।

0
ছবি: নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম মুরুংঝিরি এলাকা থেকে ২৬ জন রাবারবাগান শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সশস্ত্র অপহরণকারীরা কয়েকটি রাবারবাগানে হামলা চালিয়ে শ্রমিকদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। অপহৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণও দাবি করা হয়েছে বলে জানা গেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। কিছুদিন আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল।”

রাবারবাগানের মালিক মো. শাহাজাহান জানান, অপহরণকারীরা বিকেলে অপহৃত এক শ্রমিকের মোবাইল থেকে ফোন করে প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে, যা মোট ৬ লাখ টাকা হয়।

এদিকে, প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসীদের এই কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুরুংঝিরি ছাড়াও আশপাশের গোয়ালমারমা, মংবিচর ও তীরেরডেবা এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারির শুরুতেও একই এলাকায় শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছিল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

আগের পোস্টমাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।
পরের পোস্টপাহাড়ি মেয়ে ও বাঙালি ছেলের প্রেমের একটি নিদারুণ কাহিনী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন