রাঙামাটি | ১৭ ফেব্রুয়ারি ২০২৫
মুজাদ্দেদ-ই-আলফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার দুপুর ১২.০০ টায় বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব কাজল তালুকদার, চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবীব আজম, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান, ইসলামিক সেন্টার ও আলফেসানী ট্রাস্ট এবং হাশেমুল হক খোন্দকার, চেয়ারম্যান, আলফেসানী ট্রাস্ট।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিশেষ অতিথিরা শিক্ষার মানোন্নয়নে একাডেমীর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী ও ক্রীড়ায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।