বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সেনা ইউনিট ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বান্দরবানের থানচি ও রুমা উপজেলার মানুষের কাছে আবেগ ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত এই ইউনিট দীর্ঘদিন ধরে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রাকিব ইবনে রেজওয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমরা এদেশের সকল জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক কার্যক্রমে সদা সচেষ্ট। আমাদের উদ্দেশ্য এ অঞ্চলের সকল মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, যাতে এখানের মানুষ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় তৈরি করতে পারে।”
দুপুরে আলীকদম ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এবং বাকলাই পাড়া সাবজোনে ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয় এবং পরে আনুষ্ঠানিক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের কারবারি, ধর্মযাজক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।
অধিনায়ক দি ম্যাজেস্ট্রিক টাইগারস বলেন, “পার্বত্য বান্দরবানে শান্তি প্রতিষ্ঠার পথচলায় অনেক সেনাসদস্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করেছেন। তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে কাজ করে চলেছে। আমাদের ইউনিট সর্বদা মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর উন্নয়নমূলক ও সন্ত্রাস দমন কার্যক্রমের গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়। ভবিষ্যতেও এই ইউনিট পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও শান্তির পথচলায় অবিচল থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।