রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত এই অভিযানে ৮৭ সিএফটি গামারী কাঠ আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ১,৩০,৫০০/- (এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা।
জানা যায়, রাজনগর ব্যাটালিয়ন এর অধীনস্থ রাঙ্গীপাড়া অস্থায়ী পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় ৭ জন চোরাকারবারী অবৈধভাবে বন থেকে কাঠ কাটার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজিবির টহল দলের নেতৃত্বে হাবিলদার মোঃ মনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন।
বিজিবির সূত্র মতে, চলতি বছরে রাজনগর ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত ১৫টি অভিযানে মোট ১০৫৩.৮ সিএফটি গামারী ও সেগুন কাঠ জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ১৭৪৪১০৫/- (সতেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশত পাঁচ) টাকা।
রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি জানান, অবৈধ কাঠ চোরাচালানের কারণে বনাঞ্চল ধ্বংস হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, অবৈধ কাঠ পাচারকারীদের কারণে পাহাড়ি নিষিদ্ধ গাছগাছালি বিলুপ্ত হচ্ছে এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় জনসাধারণ বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।