লামায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

0

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

গ্রেফতারকৃতরা হলেন, থানচি উপজেলার রেমাক্রি এলাকার শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লামার সরই ইউনিয়নে দুই দফায় ১৪ জনকে এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউনিয়নের ২৬ জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ অভিযানে নামে এবং বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আগের পোস্টহিলফুল ফুজুল স্বর্ণটিলা যুব সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা উপকরণ বিতরণ।
পরের পোস্টএনসিটিবি সম্মুখে গত ১৫ জানুয়ারির ঘটনায় স্টুডেন্টস ফর সভারেন্টির বিবৃতি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন