নিজস্ব প্রতিবেদক | হিলনিউজবিডি
রাঙামাটি শহরের তবলছড়িতে হিলফুল ফুজুল স্বর্ণটিলা যুব সংঘের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪.০০ টায় স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন হাবীব আজম। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হলে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীরা এবং যুব সংঘের সদস্যরা। আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।