রাঙামাটির সাজেক সীমান্তে ভারতীয় চকলেট জব্দ।

0

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কিয়াংঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চকলেট জব্দ করেছে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১২০ প্যাকেট অবৈধ ভারতীয় কিডো (পিনাট) চকলেট জব্দ করা হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, কয়েকজন স্থানীয় পাহাড়ি যুবক সাজেকের উদয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় চকলেট এনে খাগড়াছড়ির উদ্দেশ্যে পাচার করছিল। এ তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকায় ওয়াচ অফিসার মির্জা মাহবুবের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পাচারকারীরা চকলেট ভর্তি ২ বস্তা (১২০ প্যাকেট) ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের পোস্টবন্দুকভাঙায় ফের আতঙ্ক: সন্ত্রাসীদের দৌরাত্ম্যে বিপর্যস্ত সাধারণ জনগণ।
পরের পোস্টঅন্তর্বর্তীকালীন সরকারের কাছে চুক্তি বাস্তবায়ন নিয়ে জেএসএস এর ৭ দফা দাবি!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন