সবুজ পাহাড়ের গহীনে অবস্থিত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চুয়ানবিল পাড়ায় শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকা স্থানীয় বম সম্প্রদায়ের শিশুরা এবার হাতে পেয়েছে বই-খাতা।
২৫টি পরিবারের বসবাস চুয়ানবিল পাড়ায়, যেখানে প্রায় ২৫-৩০ জন শিশু রয়েছে। এতদিন প্রাথমিক বিদ্যালয় না থাকায় তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং সেনা জোনের তত্ত্বাবধানে গত ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘চুয়ানবিল পাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়’। বর্তমানে এই বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
স্থানীয় কারবারি মুন সাং বম বলেন, “আমাদের শিশুরা আগে লেখাপড়ার সুযোগ পেত না। সেনাবাহিনী এখানে স্কুল করে দেওয়ায় আমরা অনেক খুশি।”
বিদ্যালয়টির উদ্বোধনী কার্যক্রমের দিন জাতীয় সংগীত গেয়ে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে পাঠ গ্রহণ শুরু করে। শ্রেণিকক্ষ থেকে বাংলা ও ইংরেজি বর্ণমালার উচ্চারণ ভেসে আসছিল, যা দেখে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেন।
বিদ্যালয়ের শিক্ষক লাল য়ইথাং বম জানান, এখানকার শিশুরা এতদিন পড়ালেখার সুযোগ পায়নি। এখন তারা নতুন স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে আসছে।
এ প্রসঙ্গে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা পৌঁছে দিতে সেনাবাহিনী সর্বদা কাজ করছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই বিদ্যালয় নতুন প্রজন্মের জন্য শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং ভবিষ্যতে আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।