রাঙামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত।

0

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, রাঙামাটি সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী।

এসময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সুশৃঙ্খল একটি বাহিনী। দেশের তৃণমুল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পাবেন। এই সমাবেশ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

সভা শেষে মোট ৪১ জন আনসার ভিডিপি সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। যার মধ্যে ১১ জনকে সাইকেল, ৪ জনকে সেলাই মেশিন, ২০ জনকে ছাতা, ৪ জনকে ডিনার সেট এবং ২ জনকে টর্চলাইট দেয়া হয়।

আগের পোস্টসেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: যমচুগ পাহাড়ে আগুন লাগানোর অভিযোগ ভিত্তিহীন।
পরের পোস্টবান্দরবানের দুর্গম পাড়ায় শিক্ষার আলো ছড়াতে নতুন বিদ্যালয় স্থাপন সেনাবাহিনীর।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন