সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান।

0

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র সহায়তা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), সাজেক পর্যটন কেন্দ্রের খোয়াল বুক রিসোর্ট এলাকায় ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খায়রুল আমিন। এসময় সাজেক কটেজ রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুর্পণ দেববর্মন, সাজেক কটেজ রিসোর্ট মালিক সমিতির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা, একটি কম্বল, মাফলার ও জ্যাকেট প্রদান করা হয়।

এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের জন্য এই বিপদের সময় এই সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, গেল সোমবার আগুনে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র কটেজ- রির্সোট, রেস্তোঁরা ও বসতঘরসহ মোট ১০২ টি স্থাপনা পুড়ে যায়। এর মধ্য স্থানীয় বাসিন্দা ৩৮ পরিবারের বসত ঘর পুড়ে যায়।

আগের পোস্টবান্দরবানের দুর্গম পাড়ায় শিক্ষার আলো ছড়াতে নতুন বিদ্যালয় স্থাপন সেনাবাহিনীর।
পরের পোস্টবন্দুক ভাঙ্গা রেঞ্জে জেএসএস ও ইউপিডিএফ এর দৌরাত্মের ভয়াবহ নিদর্শন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন