খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ৪ই বেংগল জোন।
আজ, রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট লে. শেখ সাব্বির আহমেদ এবং লেফটেন্যান্ট আব্দুল মান্নান।
উপহার সামগ্রী নিতে আসা মেরুং জুরঝুরী পাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা বৃদ্ধা কমলা বেগম (৬০) এবং বেতছড়ি পশ্চিম পাড়ার শেফালি বেগম (৬৫) বলেন, রমজানে সারাদিন রোজা রেখে আমরা ভালোভাবে ইফতার করতে পারি না। রমজানের প্রথম দিনেই আর্মি আমাদেরকে ইফতার দিয়েছে। এখন আমরা রোজায় ভালোভাবে ইফতার করতে পারব। তাদের জন্য আমরা অনেক দোয়া করছি।
জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক বলেন ,‘রমজানে গরিব দুঃস্থ অসহায় মানুষগুলো যাতে রোজা রেখে একটু ভালো করে ইফতার করতে পারে তার জন্য প্রথম রমজানের দিনে জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে কিছু ইফতার বিতরন করা হয়েছে।