আহমদ বিলাল খান | রাঙামাটি
দেশের সর্বশেষ রাজনীতি পরিস্থিতি, ধর্ষণ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্যে অবসান ও জেলার উন্নয়ন বিষয়ক আলাপ-আলোচনা ও বৈঠক করেছে রাঙামাটিতে চার রাজনৈতিক দল।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় শহরের একটি হোটেলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বিপ্লরী ওয়ার্কার্স পাটি ও খেলাফত মজলিস রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্ব বক্তব্য রাখেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি দিবাকর দেওয়ান, সাধারন সম্পাদক সৈয়দ দিদারুল আলম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মওলানা মো. জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মওলানা মো. ওমর ফারুক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, খেলাফত মজলিশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মওলানা আবু বকর ছিদ্দিক ও সাধারন সম্পাদক মুফতি শামসুল আলম প্রমুখ।
চার জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের সর্বশেষ রাজনীতি পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।
রাঙামাটি জেলার উন্নয়ন এবং সর্বক্ষেত্রে বৈষম্যের অবসান নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বিপ্লরী ওয়ার্কার্স পাটি ও খেলাফত মজলিস রাঙামাটিতে জাতীয় ৪ রাজনৈতিক দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনকে এ সমন্বয় কমিটির মূখ্য সমন্বয়ক হিসাবে মনোনীত করা হয়।
খেলাফত মজলিশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মওলানা আবু বকর ছিদ্দিক যুগ্ম সমন্বয়ক হিসাবে মনোনীত করা হয়।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি রাঙামাটি জেলা কমিটির সভাপতি দিবাকর দেওয়ান, ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মওলানা মো. জসিম উদ্দিনকে সমন্বয়ক হিসাবে মনোনীত করা হয়।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ দিদারুল আলম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মওলানা মো. ওমর ফারুক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা ও খেলাফত মজলিশ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মুফতি শামসুল আলমকে সহ সমন্বয়ক হিসাবে মনোনীত করা হয়।
রাঙামাটি জেলায় জাতীয় ৪ রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মওলানা মো. ওমর ফারুক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা।