আলীকদমে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

0

আলীকদম প্রতিনিধি:

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫: বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম ডাংকু পাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

দুপুর ২:৩০ ঘটিকায় সেনাবাহিনী উক্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। অভিযানের একপর্যায়ে সেনাবাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত ০৮টি গাদা বন্দুক, বিপুল পরিমাণ গোলাবারুদ, ০২টি ওয়াকি-টকি সেট, ০১টি বার্মিজ ছুরি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।

অভিযানকালে ০২ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আগের পোস্টচট্টগ্রামে পিসিপি’র ২৭তম কেন্দ্রীয় কাউন্সিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত।
পরের পোস্টইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি, বিজিবির বিশেষ অভিযান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন