ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি, বিজিবির বিশেষ অভিযান।

0

রাঙামাটি বরকল উপজেলার রূপবান পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ (Prosit) ও জেএসএস (Shontu) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১২ মার্চ (বুধবার) এই গোলাগুলির ঘটনায় স্থানীয় পাহাড়ি জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সীমান্ত এলাকা, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মার্চ (বৃহস্পতিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরকলের হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১১ রাউন্ড তাজা অ্যামুনেশন (গুলির সরঞ্জাম) ও ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে যে কোনো অবৈধ কার্যকলাপ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

আগের পোস্টআলীকদমে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।
পরের পোস্টআলীকদমে সেনাবাহিনীর অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন