নিউজ ডেস্ক:
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পার্বত্য জেলা এবং গণঅধিকার পরিষদের সহযোগিতায় রাঙ্গামাটিতে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিল।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিন ষ্যোতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব আজম (জেলা পরিষদের সম্মানিত সদস্য), কামাল উদ্দিন (বিশিষ্ট ব্যবসায়ী), ইমাম হোসাইন কুতুবী (কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী ছাত্র আন্দোলন), হোসাইন মল্লিক (সভাপতি, রাঙ্গামাটি জেলা ইসলামী ছাত্র আন্দোলন), তানেম ইবনে আলম (আহ্বায়ক, রেড জুলাই টিম রাঙ্গামাটি), রাইহান শুভ (সদস্য সচিব, রেড জুলাই টিম রাঙ্গামাটি), ইমাম হোসাইন ইমু (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি), আল-আমীন (ভারপ্রাপ্ত আহ্বায়ক, রাঙ্গামাটি সরকারি কলেজ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব কাজি তাহিম সহ আরও অনেকে।