পি‌সি‌সি‌পি ঢাকা মহানগরের উ‌দ্যেগে ঢা‌বির সি‌নেট ভব‌নে ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত

ঢাকা প্রতিনিধি

0

শ‌নিবার ২২ মার্চ পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের যৌথ উ‌দ্যোগে ঢা‌বির সি‌নেট ভব‌নে ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

প‌বিত্র রমজান উপল‌ক্ষে ইফতার মাহ‌ফি‌লে পি‌সি‌সি‌পি ঢাকা মহানগর শাখার সভাপ‌তি রা‌সেল মাহমুদ এর সভাপ‌তি‌ত্বে ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন, বিএন‌পি নেতা ও তরুন সমাজ সেবক এড. র‌নি তা‌হের, গণ অ‌ধিকার প‌রিষদের কে‌ন্দ্রিয় সহ সভাপ‌তি ও পার্বত‌্য চট্টগ্রাম গ‌বেষক , ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, সার্বভৌমত্ত্ব সুরক্ষা প‌রিষদের প্রধান সমন্বয়ক মোঃ‌মোস্তফা ইয‌াজ, বাংলা‌দেশ ছাত্র অ‌ধিকার পরিষদ কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সহ সভাপ‌তি মো কাউসার আলী, পি‌সি‌সি‌পি কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সহ সভাপ‌তি আ‌রিফুল ইলসাম, পি‌সি‌সি‌পি কে‌ন্দ্রিয় ক‌মি‌টির প্রচার সম্পাদক শ‌হিদুল ইসলাম।

এসময় বক্তারা ব‌লেন,পার্বত‌্য চট্টগ্রাম‌কে রক্ষা‌র্থে সকল‌কে ঐক‌্যবদ্ধ হ‌তে হ‌বে সা‌থে নি‌জে‌দের ঐক্যবদ্ধ ক‌রে সকল‌কে সা‌থে নি‌য়ে পাহা‌ড়ের সমস‌্যা সমাধা‌নে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে। সকল কে সকলের স্থা‌ন থেকে সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে।

বক্তারা আ‌রো ব‌লেন,পাহাড় থে‌কে অবৈধ অস্ত্র উদ্ধার কর‌তে হ‌বে। সকল চাঁদাবা‌জি দূর ক‌রে প্রশাস‌নের বি‌শেষ টি‌মের সাহা‌য্যে সন্ত্রাস মুক্ত পাহাড় গড়ার ল‌ক্ষে সরকার‌কে কঠ‌োর প্রদ‌ক্ষেপ নিতে হবে।

এ সময় সভাপ‌তির বক্ত‌ব্যে রা‌সেল মাহমুদ ব‌লেন, পি‌সি‌সি‌পি পাহা‌ড়ের সকল শ্রেনীর মানু‌ষের উজ্জ্বল প্রদীপ যা সব সময় সব সম্প্রদা‌য়ের সাধারন ও‌ মেধাবী শিক্ষার্থী সহ নির্যা‌তিত নিপীড়িত মানু‌ষের জন‌্য কাজ ক‌রে আস‌ছে।‌ শিক্ষা বৃ‌ত্তি,শ‌ীতবস্ত্র বিতরন, বিনামূল্যে পড়াশুনার ব‌্যবস্থা সহ ঈদ সামগ্রী বিতরন ক‌রে আস‌ছে এ সংগঠন‌টি তাই সক‌লের সহ‌যো‌গিতা ও সবাইকে পা‌শে থাকার আহ্বান জানান।

এসময় পি‌সি‌সি‌পি ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে বি‌ভিন্ন ইউ‌নি‌টের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

আগের পোস্টগণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ, সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের ছক?
পরের পোস্টআদিবাসী শব্দ অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে পিসিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন