বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি পরিবার গৃহহীন, পাশে দাঁড়াল সেনাবাহিনী।

0

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান, ২৪ মার্চ: সোমবার সন্ধ্যায় বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি পরিবার সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়ে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তীব্র মানবিক সংকট সৃষ্টি হয়।

এই দুর্যোগের মুহূর্তে বান্দরবান সেনা জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ ২,৫০০ টাকা এবং প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্যতেল, ৫০০ গ্রাম লবণ, ২ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি। তিনি বলেন, “সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করে না, বরং দেশের সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষা করে। আগুনে ঘরবাড়ি হারানো অত্যন্ত কষ্টকর, তবে সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলে নতুন করে সব গড়ে তোলা সম্ভব। আমরা আপনাদের পাশে আছি এবং প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রশাসন, সরকার ও সেনাবাহিনী— সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সেনাবাহিনীর এই সহযোগিতা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের অনেকেই জানান, এই সহায়তা না পেলে তারা চরম দুর্ভোগের সম্মুখীন হতেন। সেনাবাহিনীর এই উদ্যোগকে তারা কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে।

 

আগের পোস্টসাজেকে পর্যটনকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনা করতে লাগবে জেলা পরিষদের অনুমোদন।
পরের পোস্টকলমপতি গণহত্যার প্রকৃত ইতিহাস বিকৃত করার অপচেষ্টা, পিসিপি’র বিতর্কিত স্মরণ সভা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন