রাঙামাটি, ২৬ মার্চ ২০২৫: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ রাঙামাটি, কাপ্তাই ও চট্টগ্রাম মহানগরে শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।
তবে জেএসএস সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-কে এই জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে কখনো দেখা যায়নি। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে ও পরে, প্রতিমন্ত্রী পদমর্যাদা ভোগকারী এবং রাষ্ট্রীয় পতাকা বহনকারী এই নেতা রাষ্ট্রীয় দিবসগুলোতে অনুপস্থিত থাকেন বলে স্থানীয়দের অভিযোগ।
জেএসএস-এর সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদারকে বিগত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবসসহ বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেলেও, সন্তু লারমার অনুপস্থিতি প্রশ্নের সৃষ্টি করেছে।
অনেকেই জানতে চাচ্ছেন—সন্তু লারমা আসলে কোথায়? কোন শহীদ মিনারে তিনি শ্রদ্ধা জানিয়েছেন?
বিশ্লেষকদের মতে, সন্তু লারমা দীর্ঘদিন বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। এমনকি করোনা মহামারির সময় জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকা গ্রহণের সুযোগ না থাকায় গোপনে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেছেন বলে জানা যায়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—তিনি কি গোপনে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন, নাকি এবারও তা এড়িয়ে গেছেন? পার্বত্যবাসী এই প্রশ্নের জবাব জানতে আগ্রহী।
অনন্ত অসীম, রাঙামাটি ২৬/০৩/২০২৫