খাগড়াছড়ি রামগড় উপজেলার থলিবাড়ি এলাকায় এক সফল অভিযানে সেনাবাহিনী জব্দ করেছে প্রায় ৩৫০০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ, যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের পর জব্দকৃত কাঠ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, চোরাকারবারি সিন্ডিকেটটি ইউপিডিএফকে চাঁদা দিয়ে অবৈধ সেগুন কাঠ মজুত করেছিল, যা পাচারের জন্য প্রস্তুত ছিল। তবে সেনাবাহিনীর তৎপরতায় পাচারকৃত কাঠ ধরা পড়ায় সিন্ডিকেটের বড় ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন,
“ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পাহাড়ে কাঠ পাচারের জন্য চাঁদা আদায় করছিল। সেনাবাহিনী যে শক্ত পদক্ষেপ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”
সিন্দুকছড়ি জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, “পাহাড়ে অবৈধ কাঠ পাচার বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। কোনো চাঁদাবাজ সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা সেনাবাহিনীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেছেন,
“এই ধরনের অভিযান অব্যাহত থাকলে পাহাড়ে অবৈধ কাঠ পাচারসহ নানা ধরনের চাঁদাবাজি কমবে।”