সাংগ্রাই উৎসবে মারমা শিল্পীর সম্মানী আত্মসাতের অভিযোগ: বিএনপি-সমর্থিত  মাসসের বিরুদ্ধে।

0

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত সাতদিনব্যাপী অনুষ্ঠান শেষে মারমা সংস্কৃতির প্রতিনিধিত্বকারী সাংস্কৃতিক কর্মী ও নৃত্যশিল্পী মায়েচিং মারমা গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি ‘Mayeching marma sati’ নামের তার ফেসবুক আইডি থেকে ৭ মার্চ দিবাগত রাতে এক পোস্টে জানান, তাঁর ও তাঁর দলের সম্মানী আত্মসাত করা হয়েছে অনির্বাচিত বিএনপি-সমর্থিত মাসস (মারমা সংস্কৃতি সংস্থা)-এর বর্তমান সাংগ্রাই কমিটির সাংস্কৃতিক সম্পাদক ঊথোয়াইচিং মারমা কর্তৃক।

জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল ইনস্টিটিউটের যৌথ আয়োজনে চলতি বছরের ৫ই এপ্রিল পর্যন্ত সাংগ্রাই উৎসবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন মায়েচিং মারমা ও তাঁর দল। নৃত্য পরিবেশনের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় পোশাক ও উপকরণ সংগ্রহ করে অনুশীলনে অংশ নেন তাঁরা। সফলভাবে পরিবেশনা শেষে পরদিন অর্থাৎ ৬ই এপ্রিল সম্মানী গ্রহণের উদ্দেশ্যে নাম জমা দিতে গেলে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

ছবি: ভূয়া নামের তালিকা

মায়েচিং মারমার দাবি করেন, ৫ এপ্রিল উপস্থাপনা শেষ করে আমাদের প্রাপ্য সম্মানির জন্য পরের দিন গত ০৬/০৪/২০২৫ আবেদন ও নাম জমা দিতে গিয়ে জানতে পারি কোনো নির্বাচন ব্যাতীত গঠিত নব্য বিএনপি সমর্থিত মাসস এর  সাংগ্রাই কমিটির সাংস্কৃতিক সম্পাদক ঊথোয়াইচিং মারমা কালচার অফিসার থেকে আমার নাম (মায়েচিং মারমা) ব্যবহার করে একটি ভুয়া সম্মানীর তালিকা প্রস্তুত করেন এবং মাসস-এর নামে অর্থ উত্তোলন করেন। তালিকায় শুধুমাত্র আমার নাম ছিল, অথচ আমার দলের সদস্যদের নাম ছিল না। যখন আমি বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করি, তখন তিনি আমাকে বলেন—‘তোমার ভাগ তুমি পেয়ে যাবে।’ প্রশ্ন হলো, কেন আমার প্রাপ্য অর্থ অন্য কাউকে ভাগ করে দিতে হবে? আমি পরিশ্রম করেছি, পরিবেশনা করেছি, পোশাক কিনেছি—সেক্ষেত্রে মাসস কেন ভাগ বসাবে?”

তিনি আরও বলেন, “মারমা সংস্কৃতি সংস্থা অতীতে কখনো আমাদের কাজে বাধা দেয়নি বরং অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু এখন বিএনপি-সমর্থিত অনির্বাচিত মাসস সাংস্কৃতিক কর্মীদের প্রাপ্য অর্থ আত্মসাৎ করছে। তারা নির্বাচিত নয়, অথচ ক্ষমতা দখল করে আছে। অতীতে নির্বাচিত কমিটি তো এমনটি করেনি। তাহলে এখন কেন একজন নৃত্যশিল্পীর পরিশ্রমের মূল্য কেড়ে নেওয়া হচ্ছে?”

এই ঘটনাকে তিনি সাংস্কৃতিক অধিকার হরণের চেষ্টা হিসেবে দেখছেন এবং রাঙামাটি জেলা পরিষদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁর অভিযোগ অনুযায়ী, এই ঘটনার পেছনে সুপরিকল্পিত দুর্নীতির ছায়া রয়েছে, যার ফলে ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হতে পারে।

ব্যক্তিগত বক্তব্যে মায়েচিং মারমা বলেন:
“আমি মায়েচিং মারমা একজন সংস্কৃতি কর্মী ও নৃত্যশিল্পী। আমি সুদীর্ঘ অনেক বছর ধরে রাঙামাটি জেলায় বিভিন্ন অনুষ্ঠানে আমার দল নিয়ে আমাদের মারমা সংস্কৃতির বিভিন্ন নৃত্য উপস্থাপন করে আসছি। এতগুলো দিনে বা অতীতে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কখনো আমাদের সামনে বাধা হয়ে আসে নি বরং আমাদের অনুপ্রাণিত করেছে। কিন্তু এবার বিএনপি-সমর্থিত অনির্বাচিত মাসস আমাদের সম্মানী আত্মসাৎ করেছে। আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই ধরনের অনিয়মের বিচার হয় এবং ভবিষ্যতে আর কেউ যেন এমন ঘটনার শিকার না হন।”

Mayeching marma sati
Fb Profile : https://www.facebook.com/share/18xX72iS4m/

Fb post Link: https://www.facebook.com/share/p/18nSQCSmra/

ঊথোয়াইচিং মারমা কথিত আদিবাসী শব্দ ব্যবহার করে দাবি করেন, “এতোটাই নিকৃষ্টতর এক নাম মায়েচিং মারমা (সাথি)(বড়ুয়া)।উথোয়াই চিং মারমা বলছি সকল প্রকার আদিবাসী প্রোগ্রাম এই জনকে বর্জনের আহ্বান জানাচ্ছি।ইতি আসামবস্তি ৫ নং ওয়ার্ড ছোট কারবারি (সত্যের) সমর্থক।ধন্যবাদ”

ঊথোয়াইচিং মারমা পোস্ট লিংক: https://www.facebook.com/share/p/194qQETj5K/

আগের পোস্টসামাজিক উৎসব উপলক্ষে উপজাতিদের জন্য ৪৫০ টন গম বরাদ্দ।
পরের পোস্টলামার দুর্গম লেমুপালংয়ে ৯ বাঙালি অপহরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন