ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে (এবি) পার্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

0

বান্দরবান প্রতিনিধি | হিলনিউজবিডি 

সাম্প্রতিক আমার বাংলাদেশ (এবি) পার্টিও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেনাবাহিনীর সদস্যদের চাকর-বাকর বলা ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

অদ্য বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সভাপতি শামসুল হক শামু ও সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলে, আমার বাংলাদেশ (এবি) পার্টিও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন, শুধু সেনাবাহিনী বলে নয়, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময়েও ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত। সুতরাং ক্যান্টনমেন্ট দখল এর মত ভয়ানক দুঃসাহস ও সেনাবাহিনীকে নিয়ে এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্ল্যেখ্য, গত ২৪ মার্চ ২০২৫ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেনাবাহিনীর সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে চাকর-বাকর সম্বোধন করেন এবং ক্যান্টনমেন্ট দখল করার হুমকি প্রদান করেন, যা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আগের পোস্টভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার পূর্বাভাস।
পরের পোস্টপার্বত্য মন্ত্রণালয়ের অস্তিত্বহীন প্রকল্পে অর্থ বরাদ্দের অভিযোগে দুদকের অভিযান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন