প্রবীর সুমন | দীঘিনালা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বন মোরগ উদ্ধার করেছে উত্তর বন বিভাগ। বুধবার (০৯ মার্চ ) বিকাল ৫:০০ টায় উপজেলার বোয়ালখালী নতুন বাজার থেকে স্থানীয় বন বিভাগ মোরগটিকে উদ্ধার করে।
পরে সন্ধ্যায় উদ্ধারকৃত বন মোরগটিকে অট্টলটিলা এলাকার গহীন বনে অবমুক্ত করা হয়। জানা যায় বন মোরগটিকে বিক্রির উদ্দেশ্য বাজারে আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে বন মোরগটি উদ্ধার করে নাড়াইছড়ি রেঞ্জ।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: মতিউর রহমান বলেন, বন মোরগটি পাচারকারীরা পাচারের উদ্দেশ্য বোয়ালখালী বাজারে নিয়ে আসে পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বন মোরগটি উদ্বার করি, আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী ঐখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, চট্টগ্রাম উত্তর বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় বনে অবমুক্ত করা হয়।
বন মোরগটি উদ্ধার কালে প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বনে বনমোরগ বাস করে। একসময় প্রায় সব ধরনের বন-জঙ্গলেই এদের দেখা যেত। কিন্তু ব্যাপক শিকারের কারণে আশঙ্কাজনকভাবে বিপন্ন হচ্ছে প্রাণীটি। স্থানীয় জনগোষ্ঠীর কারণে পাহাড়ি বনেও এরা প্রায় বিলুপ্তির পথে। এখনো পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো হাট বাজারে বনমোরগ বিক্রি হয়। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত এবং শিকার ও ক্রয় বিক্রয় আইনত অপরাধ।