বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ বিগ্রেডের অধীন আলীকদম জোন জনগোষ্ঠীর উন্নয়নে নিরবচ্ছিন্ন সহযোগিতার অংশ হিসেবে অদ্য ২০ এপ্রিল (রোববার) বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মাঝে প্রায় তিন লাখ টাকার নগদ অনুদান বিতরণ করেছে।
আলীকদম জোন (৩১ বীর) থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে সকাল সাড়ে ১১টায় এই অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতি মাসে জোনের পক্ষ থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরিব ও দুস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের খাবার বিল ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন খাতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া, ব্যক্তি ও তাৎক্ষণিক সহায়তা হিসেবে মোট ২,৮৭,১৮২ টাকা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ, পিএসসি। উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথি বলেন, “জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি আলীকদম জোন অসহায়দের আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। জোনের আওতাধীন সকল ক্যাম্পে অসহায়দের সহায়তা, মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।”
আলীকদম জোন প্রতি মাসে এ ধরনের অনুদান কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।