রাঙামাটিতে বিজিবির দুঃসাহসিক অভিযান : বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

0

লংগদু প্রতিনিধি

পার্বত্য জনপদ রাঙামাটির লংগদু উপজেলায় রুদ্ধশ্বাস অভিযানে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সাহসী সদস্যরা জারুলছড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে। শনিবার বিকেলে, গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, রাজনগর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি’র নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে টহলদল জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি দুষ্প্রাপ্য গামারী কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। উদ্ধারকৃত কাঠগুলোর গন্ধেই টের পাওয়া যাচ্ছিল পাহাড়ের নিভৃত অরণ্যে কী ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

বিশ্লেষণে জানা গেছে, চলতি বছর জুড়ে রাজনগর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় ৩১টি দুঃসাহসিক অভিযানে মোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করেছে, যার সিজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা ছুঁইছুঁই।

স্থানীয়দের ভাষ্যমতে, পাহাড়ের আড়ালে সক্রিয় এক চোরাকারবারি সিন্ডিকেট গোপনে পাহাড়ি আঞ্চলিক সন্ত্রাসীদের চাঁদা দিয়ে বিলুপ্তপ্রায় বৃক্ষরাজি নিধন করছে। চোরাচালানকারীদের টাকায় পাহাড়ি সবুজ বনানী আজ অস্তিত্ব সংকটে।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ হাসান এক বিবৃতিতে জানান, “অবৈধ কাঠ পাচারের কারণে বনাঞ্চলের ভয়াবহ ক্ষতি হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিপর্যস্ত হচ্ছে। বিজিবির নিরলস তৎপরতায় এই চক্রান্ত রুখে দেয়া সম্ভব হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী চোরাপথে কাঠ পাচার করে জাতীয় রাজস্বেরও অপূরণীয় ক্ষতি করছিল।”

তিনি আরও জানান, বিজিবির গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজনগর ব্যাটালিয়ন সদা সতর্ক অবস্থানে রয়েছে।

পাহাড়ের গহীনে বিজিবির এই ঝড়ের গতির অভিযানে কাঠ সিন্ডিকেটের ভিত কেঁপে উঠেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ ধরণের ধারাবাহিক অভিযানে পাহাড় আবারও সবুজে ঢাকা পড়বে।

আগের পোস্টকাউখালীর বাঙালি আন্দোলনের পুরোধা ‘জয়নাল মুন্সীর’ বিদায়।
পরের পোস্টচাঁদাবাজির ঘৃণ্য চক্রে বিপর্যস্ত পার্বত্য জনপদ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন