ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম উপহার দিলেন হাবীব আজম।

0

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা সভা অদ্য বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম ইসলামিক ফাউন্ডেশনের রাঙামাটি জেলা এবাদতখানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম ব্যক্তিগতভাবে উপহার হিসেবে প্রদান করেন।

আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালেক্টর জামে মসজিদের ইমাম আবুল হাশেম, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল আলম আল-কাদেরী। আলোচনা সভায় সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: পেয়ার আহমদ।

প্রধান অতিথি’র বক্তব্যে মো: হাবীব আজম বলেন,
শ্রমিকের অধিকার ও শ্রমগ্রহীতার কর্তব্য সম্পর্কে হাদিস শরিফে এসেছে, ‘শ্রমিকেরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন। আল্লাহ তাআলা যার ভাইকে তার দায়িত্বে রেখেছেন; সে যা খাবে, তাকেও তা খাওয়াবে; সে যা পরিধান করবে, তাকেও তা পরিধান করাবে; তাকে এমন কষ্টের কাজ দেবে না, যা তার সাধ্যের বাইরে। কোনো কাজ কঠিন হলে সে কাজে তাকে সাহায্য করবে।’ (মুসলিম, মিশকাত)। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় মুসল্লীদের সুবিধার্থে নামাজের জন্য কার্পেট ও আলেম ওলামারা যাতে আলোচনা অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন সেজন্য সাউন্ড সিস্টেম দেওয়া হচ্ছে। আলেমদের পাশে সব সময় থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হাবীব আজম।

অন্যান্য বক্তারা বলেন, গ্রীষ্মের প্রচণ্ড গরমে মালিক বা কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য হলো শ্রমিকের প্রতি সদয় হওয়া, তাঁর কাজের চাপ কমিয়ে দিয়ে তাঁকে সাহায্য করা। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার কাজের লোকের কাজ কমিয়ে সহজ করে দিল, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন।
পারিশ্রমিকের ব্যাপারে হাদিস শরিফে আছে, ‘তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করো তার ঘাম শুকানোর আগেই।

আগের পোস্টঅস্ট্রেলিয়ার আদিবাসী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতি: ঐতিহাসিক বিশ্লেষণ কী বলে?
পরের পোস্টচাঁদা আদায়কে কেন্দ্র করে বাঙালি ড্রাইভারকে ইউপিডিএফ কর্তৃক মারধর।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন