২৯ দিনের ভারত সফরে গেছেন জেএসএস সভাপতি ও উপমন্ত্রী পদমর্যাদা ভোগী সন্তু লারমা।

0

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চিকিৎসা, পিতা-মাতার নামে জল উৎসর্গ এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উদ্দেশে যাত্রা করেছেন। শনিবার (৩ মে, ২০২৫) বিকালে তিনি আখাউরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গত ১৬ এপ্রিল তার ২৯ দিনের ছুটি অনুমোদন করে। মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, ২ মে থেকে ৩০ মে পর্যন্ত সন্তু লারমা চিকিৎসা ও ধর্মীয় কাজে ভারতে অবস্থান করবেন বলে জানা গেছে। এই সফরের সকল খরচ সন্তু লারমা নিজেই বহন করবেন।

সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। তার এই সফরের জন্য মন্ত্রণালয়ের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আগের পোস্টসাজেকের পর্যটন শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে।
পরের পোস্টআখাউড়া সীমান্ত দিয়ে ভারতে গেলেন সন্তু লারমা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন