কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকায় অবৈধ কাঠ উদ্ধারে অভিযানে গিয়ে কাঠ চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বনকর্মীরা। বুধবার (৭ মে) সন্ধ্যার আগে ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও বন বিভাগ থেকে জানা গেছে।
ঘটনার সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন কর্ণফুলী রেঞ্জের তিনজন কর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মো. আরিফ, মো. খলিল ও মো. শরিফ।
বিকেলের দিকে সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু কাউসারের নেতৃত্বে বন বিভাগের ৭/৮ জনের একটি দল ব্রিকফিল্ড এলাকায় অবৈধ কাঠের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। দলটি স্থানীয় কাঠ চোরাকারবারি মো. হাসানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় এবং বনকর্মীদের ওপর হামলা চালানো হয়।
আহত বনকর্মীদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেয়া হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি সদর রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, “অবৈধ কাঠ উদ্ধারে গিয়ে আমাদের সদস্যরা হামলার শিকার হয়েছেন। বিষয়টি দুঃখজনক ও আইন লঙ্ঘনের শামিল। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।”
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, “বন বিভাগের তিন সদস্য আহত অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।”