বান্দরবানে টোব্যাকো কোম্পানির অফিস ডাকাতি; কয়েক কোটি টাকা লুটের আশঙ্কা

0

রফিকুল ইসলাম | লামা

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর তামাক ক্রয় কেন্দ্রের অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৯ মে) ভোর রাতে ১৫/১৭ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে বিপুল পরিমাণ টাকা লুট করে নিয়ে যায়।

আবুল খায়ের টোব্যাকো লামার জোন ইনচার্জ আব্দুর রব জানিয়েছেন, অফিসে তামাক ক্রয়ের জন্য সাড়ে ৫ কোটি টাকা মওজুদ থাকলেও একটি বোল্ট লক হয়ে যাওয়ায় কি পরিমাণ টাকা লুট হয়েছে তার সঠিক হিসাব শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জানা যায়নি।

কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাগণ ও চট্টগ্রাম থেকে আসা উচ্চপর্যায়ের কর্মকর্তা টাকার পরিমাণ নিরুপম করতে কাজ করছে। এদিকে সকাল থেকে ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন অবস্থান করছে।

আগের পোস্টপাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধে খাগড়াছড়িতে পিসিসিপি’র লিফলেট বিতরণ।
পরের পোস্টআসুন, শুভ বুদ্ধ পূর্ণিমা দিন থেকে পঞ্চ বাণিজ্য পরিহারের শপথ নেই।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন